বাংলাদেশের জনপ্রিয় পরিবারভিত্তিক বিনোদনমূলক কনটেন্ট নির্মাতা রাকিব হাসান ওরফে চান্দা ভাই কানাডায় পৌঁছেছেন। শুক্রবার সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে রওনা দেন।
কানাডায় প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে চান্দা ভাই অংশ নেবেন দুইটি বিশেষ অনুষ্ঠানে। ইতোমধ্যেই স্থানীয় প্রবাসী কমিউনিটিতে তার উপস্থিতি ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
চান্দা ভাই জানান, “প্রবাসে থেকেও সবাই আমাদের কনটেন্ট ভালোবাসেন—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সবার সঙ্গে দেখা হবে, এটাই সবচেয়ে আনন্দের বিষয়।”
পরিবারভিত্তিক বিনোদনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা চান্দা ভাইয়ের ভিডিও কনটেন্ট শুধু দেশে নয়, বিদেশে প্রবাসীদের মাঝেও সমানভাবে সমাদৃত।
সবকিছু পরিকল্পনামাফিক সম্পন্ন হলে তিনি আগামী ৩০ তারিখের দিকে বাংলাদেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে নতুন কনটেন্ট নির্মাণে মনোযোগী হবেন বলে জানিয়েছেন।