নিউজ ডেক্স
গত ২রা জুন রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন ময়লাপোতা নূরানী মহল্লার কাঠ গোল্লার পাশে কলপাড়ে পূর্ব শত্রুতার জের ধরে কয়েকজন যুবক মিলে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে সবুজ হাওলাদারকে। এই ঘটনায় মামলার প্রেক্ষিতে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে।
পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ গত ১৪ জুন হাফিজনগর এলাকা হতে হত্যাকান্ডে জড়িত আসামী ভাগনে সজীব, চোর সজীব (২০), পিতা-অজ্ঞাত, সাং-নবীনগর, থানা-সোনাডাঙ্গা মডেলকে এবং র্যা ব-৬ এর সহায়তায় বানরগাতী হতে ২) নয়ন মৃধা (২৬), পিতা-মৃত আজিজ মৃধা, সাং-বানরগাতী, থানা-সোনাডাঙ্গা মডেল, আটক করা হয়।
হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদেরকে আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।