• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন
Headline
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট বাহিনীর জেলেদের আটককৃত কাঁকড়া বিক্রির অভিযোগ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে জেলের মৃত্যু শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস “মৎস্য খাতে নতুন উদ্যম—মৌলভীবাজার-হবিগঞ্জ কর্মকর্তাদের ব্যতিক্রমী গ্র্যান্ড সেলিব্রেশন” একই দিনে খুলনায় চারজনকে হত্যা শহর জুড়ে আতঙ্ক খুলনা-বরিশাল অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট , বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট, ধানের শীষের প্রচারণায় মনোনয়নপ্রত্যাশী জুলফিকার আলী

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১২৬ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

নিউজ ডেক্স
রাজধানীর হাজারীবাগের জিগাতলা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী এবং মোহাম্মদপুরে নুর ইসলাম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে পৃথক এই দুই হামলার ঘটনা ঘটে।

জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় নিহত শিক্ষার্থীর নাম সামিউর রহমান আলভি (২৩)। তিনি ধানমন্ডির ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হাসপাতালে নিহত আলভির বন্ধু ইসমাইল হোসেন জানান, তিনি ও আলভি, রাব্বী ও জাকারিয়া জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ২০-২৫ জন যুবক এসে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় রাব্বী দূরে সরে গেলে আলভির ওপর বেশি আক্রমণ করে তারা। উদ্ধার করে প্রথমে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎক আলভিকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাঁদের ওপর হামলা করেছে, এ বিষয়ে কেউ কিছু জানেন না বলে দাবি করেন ইসমাইল।

এদিকে গতকাল রাত ৮টার দিকে মোহাম্মদপুর পুলপাড় দুর্গামন্দিরের গলিতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন নুর ইসলাম (২৬) নামে এক যুবক। তিনি পেশায় আলোকচিত্রী ছিলেন। তাঁর সঙ্গে থাকা দুটি ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিহতের বড় ভাই ওসমান গনি জানান, তাঁদের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠি গ্রামে। ঢাকায় তাঁরা ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড এলাকায় থাকেন। রাতে ফোনকলে তিনি খবর পান, তাঁর ছোট ভাইকে মোহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তরা কুপিয়েছে। পরে তিনি ঢাকা মেডিকেলে এসে ভাইয়ের লাশ দেখতে পান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক আলভি ও নুর ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা