রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজীকান্দা ব্যাংক পাড়া এলাকার বাসিন্দা মো. জালাল উদ্দীন বলেন, গত দেড় মাসে আমার প্রায় ৮০টি মুরগি মারা গেছে। আজকেও ৩টা মারা গেছে। প্রতিদিনই আমার মুরগি মারা যাচ্ছে। রোজার মধ্যে থেকে শুরু হয়ে মুরগি মরা এখনো অব্যাহত আছে। কী কারণে মারা যাচ্ছে আমরা রোগটাই ধরতে পারছি না। আমাদের আশপাশের সকল বাড়িতেও একই অবস্থা। আমার পালনের সব মুরগি মারা যাচ্ছে। আমার হাঁসগুলোও অসুস্থ হয়ে হাঁটতে পারে না। ডিম দেওয়া বন্ধ করে দিয়েছে। আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে প্রাণিসম্পদ কর্মকর্তা এসে স্যাম্পল নিয়ে গেল। তারা এটা ঢাকায় পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১-২ মাস ধরে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাজীকান্দা ব্যাংকপাড়া, সদর উপজেলার দাদশী ইউনিয়নের চককেষ্টপুর, সদর উপজেলার বাগমারা এলাকায় অসংখ্য মুরগি মারা গেছে। ব্যাংকপাড়া এলাকার জালাল উদ্দীন, হোসেন, বাচ্চু, মান্নান, আবুল, জিন্নাহ, রফিকসহ আরও কয়েকজনের বাড়ির হাঁস-মুরগি এক এক করে সব মারা গেছে। এছাড়াও সদর উপজেলার বাগমারা এলাকার একটি হ্যাচারির প্রায় ৪ হাজার মুরগি মারা গেছে। এছাড়াও স্থানীয়রা ব্যাংক পাড়া এলাকার মাঠে ঘুঘু, বকসহ অন্যান্য পাখি মরে পড়ে থাকতে দেখেছে।
রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক বলেন, আমরা স্থানীয়ভাবে খবর পাই কাজীকান্দা ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা জালাল উদ্দীন বাড়ির পাশে হাঁস-মুরগি, ঘুঘু, শালিকসহ অন্যান্য পাখি মারা যাচ্ছে। তারপর আমরা এখানে স্যাম্পল সংগ্রহ করার জন্য এখানে আসি। আমরা কয়েকটি অসুস্থ হাঁস-মুরগি দেখতে পাই। সেই সব হাঁস-মুরগি গুলোর ঝুঁটি কালো হয়ে গেছে, পা কালে হয়ে গেছে। আমরা প্রাথমিকভাবে আশঙ্কা করছি কোনো ভাইরাসজনিত রোগ হতে পারে। সংগ্রহকৃত স্যাম্পলগুলো আমরা ঢাকাই পাঠাবো। সেখান থেকে আমরা ডায়াগনোসিস করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।