খুলনার সাবেক ক্রিকেটারদের সংগঠন এক্স ক্রিকেট এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। সংগঠনটি ইতিপূর্বে মাস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন জেলা এবং বিভাগে সাবেক ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করে আসছে। দেশের পট পরিবর্তনের পর সাবেক ক্রিকেটারদের এই সংগঠনে আসে আমল পরিবর্তন। গত ৪ই নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংগঠনের সাধারণ সভায়
উপস্থিত সকল সাবেক ক্রিকেটারদের সর্বসম্মতিক্রমে এক্স ক্রিকেট এসোসিয়েশনের আগামী তিন বছরের জন্য এক্স ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মোঃ জুলফিকার আলী খান জুয়েল ও মোঃ নাসির হোসেন কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়,
উক্ত কমিটি দীর্ঘ চার মাস পর
আলী আজগর লবি (সাবেক এম.পি),আজিজুল বারী হেলাল,রকিবুল ইসলাম বকুলকে উপদেষ্টা করে , এবং
জুলফিকার আলী খান জুয়েলকে সভাপতি, মোহাম্মদ নাসির হোসেনকে সাধারণ সম্পাদক,জিয়াউল আলম জিয়াকে কোষাধ্যক্ষ করে ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন,বিরেন দাস,সৈয়দ জাহিদ হোসেন,মোঃ কবির বড়,আমির এ আযম বাচ্চু,মোঃ আলম (ব্যাংকার),শওকত কামাল,মোঃ কিবলু,গোপী কিষান মুহ্মড়া,সুরেশ,ইমতিয়াজ হোসেন পিলু,মঞ্জুরুল ইসলাম মঞ্জু,মোঃ রুবেল,লালা কিষান মুগ্ধড়া,মোঃ সুফী,শাহাদাৎ হোসেন বাদশা,মোঃ মহসীন এন্ড্রু,ববিন,শাহ আরিফ হোসেন রিংকু,মোল্লা খায়রুল ইসলাম,শওকত হোসেন বাবলা,আসাদুল হক টুলটুল,এজাজ আহম্মেদ,জাহিদ ইকবাল জিতু,মোঃ মিলন (বড়),মোঃ হাসানুজ্জামান (নিক),সুমন (আলতাপোল লেন),মোঃ মেহেদী
সহ-সভাপতি হিসাবে রয়েছেন এস, এম তরিকুল ইসলাম সোহান,কবির আহম্মেদ,মাকসুদুর রহমান নাসিম,শংকর কর্মকার,তপন নন্দি,আনসার,মোঃ আরিফুর রহমান,মোঃ ওয়াজেদ আলম,শামীম হাসান তুহিন,আরিফ কামাল চৌধুরী,মোঃ নাদিম,মোঃ সেলিম,টিটো (তোহা),
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন,এজেএম অহিদুল ইসলাম সেলিম,নিয়াজ মোর্শেদ পল্টু,ইয়াসিন
,সাংগঠনিক সম্পাদক,আজগর আলী
সহ-সাংগঠনিক সম্পাদক,মোস্তাক আহম্মেদ,আসাদ,সামসুল আলম রনি
,দপ্তর সম্পাদক,এ্যাডঃ শামীম,সহ দপ্তর সম্পাদক,মোঃ মঈনুল হাসান শিমুল,মমতাজ আহম্মেদ তুহিন,প্রচার সম্পাদক,এ্যাডঃ সাজ্জাদ হোসেন বাপ্পি
সহ-প্রচার সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান কবির,রিয়াদ,অর্থ বিষয়ক সম্পাদক
তরিকুল হাসান তুষার,সহ অর্থ বিষয়ক সম্পাদক,মোঃ জিয়া (জুট),এস.এম আরিফুল ইসলাম,নাহিদ রেজা রানা,ক্রীড়া সম্পাদক ,এম.এ সালাম
সহ ক্রীড়া সম্পাদক,বুলবুল,মাসুম,সাংস্কৃতিক সম্পাদক,মনিরুল ইসলাম (মনি)
সহ সাংস্কৃতিক সম্পাদক,বিশু,সিজার,মোঃ তুর্কি,শাহানুর রহমান খান আরজু,রুমি রেজওয়ান,কার্যনির্বাহী সদস্য,দেবাশীষ বড়ুয়া,
জাহাঙ্গীর আলম,মনোজ কুমার রায়,সালাউদ্দিন আহম্মেদ উজ্জল,এজাজ
মনিরুল ইসলাম তাজ,মোঃ আজগর খান,
মোঃ নুরুজ্জামান তুহিন,মোঃ রিপন,মঈনুল হাসান,সিদ্ধার্থ বিশ্বাস শিধু,শেখ ইফতেখার হোসেন,সৌমেন,নোমান,টগর,সুমন,মোঃ আসলাম,মোঃ আলমগীর হোসেন,মোঃ ফিরোজ,ওমর ফারুক,মোঃ সুমন,হরি,সাবু,রিপন,শুভ,সুবির,কামরান হাসান,বাবু (উইকেট কিপার),মোঃ ফরিদ আহমেদ,তোতা,মোস্তফা আলম,মোঃ রয়েল বিশ্বাস