ফুলতলার জামিরা কলেজের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জুয়েল মোলা (২৬) নামে এক যুবলীগ কর্মীকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়েছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গুলিবিদ্ধ জুয়েল মোলা জামিরা গ্রামের শাহাজাহান মোলার পুত্র।
পুলিশ ও এলাকাবাসিী জানায়, রাত সাড়ে ৮টার দিকে জুয়েল মোলাকে জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের পিছনে অজ্ঞাত দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এলাকাবাসী কোমরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা না দিয়েই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রিফার্ড করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি রিভলবারের গুলির খোসা ও একটি শর্টগানের তাজা গুলি উদ্ধার করে। গুলিবিদ্ধ যুবলীগ নেতা জুয়েল মোলা ফুলতলা বাজারের বণিক নেতা রকিবুল হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি এবং সে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।