• শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
শরণখোলায় হরিণের মাংসসহ আটক ২ খুলনা’র বটিয়াঘাটায় সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদে সরেজমিনে পরিদর্শন দৈনিক খুলনাঞ্চল সম্পাদককে হুমকি: থানায় জিডি খুলনার সাব্বির হত্যা মামলার আসামীকে আটক করেছে র‍্যাব রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি সাতক্ষীরায় মাদক মামলার যাবতজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব -৬ প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের নির্দেশ প্রধান উপদেষ্টার খুলনা ওয়াসা: পদোন্নতি বদলি দরপত্র বাণিজ্যই তার কাজ সাতক্ষীরায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি, পানিবন্দী বহু পরিবার ছাত্ররাজনীতিকে ‘না’ বললো খু‌বির সহস্রাধিক নবীন শিক্ষার্থী

কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের ২০ বছর উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার। / ২৮ Time View
Update : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের ২০ বছর উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের গৌরবোজ্জ্বল ২০ বছর উদযাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের দুই দশক (২০ বছর) উদযাপন উপলক্ষ্যে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের সমন্বয়ে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মিলন মেলায় মিলিত হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও অমূল্য স্মৃতিচারণে তারা ফিরে যায় সেই সোনালী দিনে। নির্মল হাসি, স্বপ্ন আর সাফল্যে ভরপুর ছিল স্কুল প্রাঙ্গণ। এই স্কুলের প্রতি তাদের ভালোবাসা আজও অপরিবর্তিত। তাদের কন্ঠে সেই সব স্মৃতিচারণ হৃদয় স্পর্শ করে। নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার বার্তা। এক অসাধারণ মুর্হুতের সাক্ষী হতে এ অনুষ্ঠানে আজ সবাই একত্রিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের অধ্যক্ষ তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। বিশেষ অতিথি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেহানা ইসলাম, কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুসরাত ফারহানা সিমি, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য গাজীপুর জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন।
এ সময় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান (বাবলু), উপজেলা জামাতে ইসলামীর আমির মোহাম্মদ মাহমুদৃল হাসান, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান সহ কালীগঞ্জ শিশু মেলা আইডিয়াল স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীগণ, ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা