খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইকো-গাইড: পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ’ শীর্ষক অর্ধদিবস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান।
তিনি বলেন, “গার্মেন্টস খাতের পর বাংলাদেশের সম্ভাবনাময় আরেকটি খাত হতে পারে পর্যটন। এ খাতের উন্নয়নে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে, যা কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে জীববৈচিত্র্য সংরক্ষণের দিকটি সবার আগে গুরুত্ব দিতে হবে।
কর্মশালার প্রধান আলোচক ছিলেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। কর্মশালায় আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পর্যটন) মোঃ আতাউর রহমান এনডিসি।
কর্মশালায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস), পুগমার্ক ট্যুরস এন্ড ট্রাভেলস, ঢাকা সিটি ট্যুরস, অ্যারেঞ্জার ট্যুরস এন্ড ট্রাভেলস, এবং পপুলার ট্যুরস এন্ড ট্রেড-এর ইকো-গাইড বিশেষজ্ঞরা অংশ নেন।
এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই)-এর সদস্য এবং বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।