খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জয়াবাজার এলাকায় বিকেলে সন্ত্রাসীরা পিস্তল থেকে একাধিক রাউন্ড গুলি ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার বিস্তারিত:
সোমবার বিকেল তিনটার দিকে রিয়াবাজারের তেরখাদা মার্কেট এলাকায় হঠাৎ চার–পাঁচজনের একটি দল মোটরসাইকেলযোগে এসে গুলি চালায় বলে জানান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হামলাকারীরা পিস্তল সদৃশ অস্ত্র ব্যবহার করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ আহত হননি। স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলেও হামলাকারীরা এর আগেই এলাকা ছেড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লবণচরা থানার একজন কর্মকর্তা বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কারা, কী কারণে গুলি চালিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।”