নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনার বটিয়াঘাটা উপজেলাধীন ১নং জলমা ইউনিয়ন পরিষদের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে সাচিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের বাস্তবায়নে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব পার্থ রায় মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জনাব নুরুল ইসলাম বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ।

ভিডিও প্রদর্শনীতে (প্রজেক্টর মাল্টিমিডিয়ার মাধ্যমে) গ্রাম আদালতের গুরুত্ব, এখতিয়ার, ক্ষমতা, বিচারযোগ্য মামলা, সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ আদালতের সামগ্রিক কার্যপ্রণালী নিয়ে নির্মিত নাটক প্রদর্শন করা হয়।
নাটকের মাধ্যমে গ্রামীণ জনগণের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধি ও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে জনপ্রিয় করার উদ্দেশ্য তুলে ধরা হয়।
প্রদর্শনী শেষে উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে গ্রাম আদালত বিষয়ক ১০টি প্রশ্নের উত্তর পর্ব পরিচালনা করা হয় এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিনুর রহমান, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প।