আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের যাত্রীবাহী দূরপাল্লার পরিবহন চাপায় আছাদুর রহমান নামের এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার(০৮ অক্টোবর) সকালে বাগেরহাট- সাইনবোর্ড- শরণখোলা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার মোল্লাবাড়ি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এদিকে দূর্ঘটনায় শিক্ষক নিহতের খবরে শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করে ।
ঘন্টা দুয়েক অবরোধের পরে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
নিহত আছাদুর রহমান দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গনিত বিভাগের সহকারি শিক্ষক ছিলেন ছিলেন। নিহত শিক্ষকের বাড়ি সাতক্ষিরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। ১৩ মাস আগে এনটিআরসিএ‘র মাধ্যমে এই প্রতিষ্ঠানে তার নিয়োগ হয়। বাগেরহাটে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় তিনি ভাড়া থাকতেন। ভাড়া বাসা থেকে স্কুলে আসার পথে এই শিক্ষক সড়ক দুর্ঘটনার শিকার হন