আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় মাদক, জুয়া ও চাঁদাবাজ ও দখলবাজদের হাত থেকে এ সমাজকে রক্ষা করতে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন আয়োজনে ৬ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় উপজেলার পাঁচ রাস্তার সংলগ্ন আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মধু , হুমায়ুন কবির, ফরিদ উদ্দিন মানিক মোঃ রুহুল আমিন হাওলাদার, যুবদল নেতা সোহাগ বক্তারা অবিলম্বে শরণখোলার বিভিন্ন আনাচে-কানাচে যারা ইয়াবা গাঁজা ও জুয়ার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তারা আরো বলেন অচির ই যুবসমাজকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইন চার্জ মোঃ শহীদুল্লাহ বলেন মাদকের মাদক কারবারি ও মাদক সেবিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।