• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
Headline
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে মৈত্রী সুপার শপের জমকালো উদ্বোধন হাসপাতালে বেড সংকট: সিঁড়িতে শুইয়ে চিকিৎসা নিচ্ছে রোগীরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার সাতক্ষীরা-৩: বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের পাশে ইঞ্জিনিয়ার মুকুল, দেখা করতে অস্বীকৃতি ডা. শহিদুলের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট বাহিনীর জেলেদের আটককৃত কাঁকড়া বিক্রির অভিযোগ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে জেলের মৃত্যু শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নামে প্রতারণা, দেড় কোটি টাকা আত্মসাৎ—গ্রেপ্তার সেলিম শেখ

খুলনা ভিশন ডেক্স । বাবু / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অব্যবহৃত ও পুরাতন লোহা বিক্রির ভুয়া মালিক সেজে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. সেলিম শেখ (৪৫) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি বিশেষ দল।
প্রযুক্তিগত সহায়তা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে গত রোববার (৫ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটে খুলনার ডুমুরিয়া থানাধীন বালিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সেলিম শেখ একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা “এম এক্স লিমিটেড” নামে একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরাতন লোহা বিক্রির প্রলোভন দেখিয়ে মোট ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নেয়। এজন্য তারা মিথ্যা ওয়ার্ক অর্ডার তৈরি করে, অফিস সাজিয়ে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করে এবং সেই স্থান থেকেই অর্থ আদায় করত।
এই ঘটনায় ঢাকার শ্যামপুর থানায় ২০২৪ সালের ৮ মার্চ মামলা (নম্বর-১১) দায়ের করা হয়, দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায়। পরবর্তীতে মামলার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে।
এ মামলায় এর আগে পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হুমায়ুন কবীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে সেলিম শেখের সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকা সেলিম শেখ বিভিন্ন ভুয়া নামে মোবাইল সিম ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও, সিআইডির নিরবচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা