• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে মৈত্রী সুপার শপের জমকালো উদ্বোধন হাসপাতালে বেড সংকট: সিঁড়িতে শুইয়ে চিকিৎসা নিচ্ছে রোগীরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার সাতক্ষীরা-৩: বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের পাশে ইঞ্জিনিয়ার মুকুল, দেখা করতে অস্বীকৃতি ডা. শহিদুলের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট বাহিনীর জেলেদের আটককৃত কাঁকড়া বিক্রির অভিযোগ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে জেলের মৃত্যু শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস

শ্রীমঙ্গলের চা বাগানে বিশাল অজগর উদ্ধার, চা শ্রমিকদের মাঝে আতঙ্ক

খুলনা ভিশন ডেক্স । বাবু / ১১৯ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানে হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন চা শ্রমিকরা। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে চা শ্রমিকরা প্রতিদিনের মতো চাপাতা তুলছিলেন। এ সময় হঠাৎ লেকের পাড়ে এক বিশাল অজগর সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।
ঘটনাটি ঘটে শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের পাশের একটি লেকের পাড়ে। পরবর্তীতে শ্রমিকরা বিষয়টি বাগানের ম্যানেজমেন্টকে জানান। খবর পেয়ে চা বাগানের ম্যানেজার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন।
এ সময় ভাড়াউড়া চা বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুল রহমান ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। তাদের চেষ্টায় অজগর সাপটিকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন ২১ কেজি বলে জানা গেছে।
পরে সাপটিকে অক্ষত অবস্থায় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব বলেন, “এ ধরনের অজগর সম্পূর্ণ নিরীহ। বনজ পরিবেশে এদের টিকে থাকা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এদের হত্যা না করে বন বিভাগের কাছে হস্তান্তর করা উচিত।”
বিশেষজ্ঞরা জানান, এটি একটি বিরল প্রজাতির অজগর এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা