নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।
শ্রীমঙ্গল উপজেলাজুড়ে ব্যাপক সাড়া জাগানো কে-এস-এ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ (সিজন-০১)-এর চতুর্থ রাউন্ডের লীগ পদ্ধতির খেলা শেষে ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ মুসলিম বাগ ফুটবল একাদশ ও সিরাজনগর ফুটবল একাডেমি।
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে দক্ষিণ মুসলিম বাগ এবং রানার-আপ হিসেবে সিরাজনগর একাডেমি শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ শেষ খেলায় সিরাজনগর ফুটবল একাডেমি ৩-১ গোলে হারায় শক্তিশালী ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব, জালালিয়া রোডকে। খেলাটি উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শকের উপচেপড়া ভিড় জমে। স্থানীয়দের মতে, সাম্প্রতিক অতীতে কোনো স্থানীয় ফুটবল প্রতিযোগিতায় এমন ধারাবাহিক দর্শক সমাগম দেখা যায়নি। আয়োজকদের ধারণা, দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ফুটবলারদের অংশগ্রহণ এ আয়োজনকে বাড়তি মাত্রা দিয়েছে। ইতিমধ্যে নাইজেরিয়ার ৮ জন ফুটবলার টুর্নামেন্টে অংশ নিয়েছেন এবং ফাইনাল খেলায়ও তাদের কয়েকজন মাঠে নামতে পারেন।
দিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিরাজনগর ফুটবল একাডেমির খেলোয়াড় মোহাম্মদ রুহান মিয়া। প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার স্পন্সর করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া অনুরাগী, ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’-এর স্বত্বাধিকারী মতিউর রহমান মতিন। স্থানীয় ফুটবলকে এগিয়ে নিতে তার এই ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।
কালীঘাট রোড স্পোর্টস একাডেমির সভাপতি শিমুল আহমেদ বলেন, “এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। খেলোয়াড়, দর্শক ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আশা করি ফাইনাল ম্যাচ হবে আরও আকর্ষণীয় ও ক্রীড়া নৈপুণ্যে ভরপুর।”