খুলনা সদর থানার উদ্যোগে ওলামা বিভাগের উদ্যোগে এক বিশাল ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর পিটিআই কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সদর থানা ওলামা বিভাগের সভাপতি ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর এবং পরিচালনা করেন সেক্রেটারি হাফেজ মাওলানা মো. জাহিদুল হক।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও খুলনা মহানগরী জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনি বলেন, “আগামীর নতুন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে আলেমদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আলেমরা জাতির কান্ডারী, তাই ইসলাম প্রতিষ্ঠার কাজে তাদের দায়িত্বও অনেক বেশি। দেশের সাড়ে চার লাখ মসজিদকে ইসলাম প্রতিষ্ঠার দুর্গে রূপান্তরিত করতে আলেম সমাজকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মো. আবু বকর সিদ্দিক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন খুলনা মহানগরীর সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামান, বিশিষ্ট ওয়ায়েজিন ও খুলনা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফফার এবং খুলনা নিসারিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ডিএম নুরুল ইসলাম।
এছাড়া সভায় সদর থানার সহসভাপতি ডা. মাওলানা মো. ইউনুস আলী, সহকারী সেক্রেটারি মাওলানা ক্বারি মাহদি হাসান কাওসারী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মো. কাজি হারুনর রশীদ, বায়তুল সম্পাদক মাওলানা ডা. মো. আব্দুল কাদের, সহকারী মাজলিসুল মুফাসসিরিন সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় আলেম-উলামা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা একযোগে কাজ করলে দেশে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সহজতর হবে বলে মত প্রকাশ করেন।