আবু-হানিফ,(বাগেরহাট) প্রতিনিধি ||
রামপালে শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পালনের জন্য আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়াম নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। রামপাল থানার ওসি মোঃ আতিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জি, এম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জেহাদুল ইসলাম, উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক মাজেদুর রহমান জুয়েল প্রমুখ। সভায় পূঁজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিসি ক্যামেরা স্থাপন ও ধর্মীয় রিতি মেনে প্রতিমা বিসর্জনের উপর গুরুত্বারোপ করা ছাড়াও সকলের সহযোগীতা কামনা করা হয়।# #