• বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
Headline
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে মৈত্রী সুপার শপের জমকালো উদ্বোধন হাসপাতালে বেড সংকট: সিঁড়িতে শুইয়ে চিকিৎসা নিচ্ছে রোগীরা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন আ. স. ম. জামশেদ খোন্দকার সাতক্ষীরা-৩: বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের পাশে ইঞ্জিনিয়ার মুকুল, দেখা করতে অস্বীকৃতি ডা. শহিদুলের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট বাহিনীর জেলেদের আটককৃত কাঁকড়া বিক্রির অভিযোগ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে জেলের মৃত্যু শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস

বাগেরহাট সদর উপজেলায় ১৮ বছর পর বিএনপি’র সম্মেলন সভাপতি মালেক, সম্পাদক বুলু ও সাংগঠনিক সম্পাদক শিমুল

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধঃ

বাগেরহাট সদর থানা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সৈয়দ নাসির আহমেদ মালেক সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন আবুল কালাম আজাদ বুলু ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুজ্জামান শিমুল নির্বাচিত হয়েছে। শনিবার দুপুরে ষাট গম্বুজ বাইতুল শরাফ মাদ্রাসা প্রাঙ্গণ এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সদর থানা বিএনপি’র আহবায়ক কে ডাক্তার হাবিবুর রহমান । প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় আজিজুল বাড়ি হেলাল।
সম্মেলনে বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, এডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপি যুগ্ন আহবায় শেখ শমসের আলী মোহন, ডক্টর লায়ন ফরিদুল ইসলাম,খাদেম মিয়া মূল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, খান মনিরুল ইসলাম, হাদিউজ্জামান হিরো প্রমুখ
মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সৈয়দা নার্গিস আলীসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। সম্মেলনে প্রধান অতিথি আজিজুল বাড়ি হেলাল অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, যৌক্তিক সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। সেই অধিকার হলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ। মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয় সেই ব্যবস্থা করতে হবে। এটি এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, এই সরকার দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হচ্ছে। বহুমুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এই সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আমরা চাই না সরকার ব্যর্থ হোক। এই সরকারের হাত ধরেই বাংলাদেশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সম্মেলনের দ্বিতীয়ার্ধে প্রত্যক্ষ ভোটে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এতে ৩৯৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ নাসির আহমেদ মালেক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালুকদার শহিদুল ইসলাম স্বপন পেয়েছেন ৩০৬ ভোট । ৪২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ বুলু আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সোহেল রানা পেয়েছেন ২৬৫ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৮৪ ভোট পেয়ে প্রথম হয়েছেন মোঃ কামরুজ্জামান শিমুল ও ১৬২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ মহিদুল ইসলাম।
বাগেরহাট সদর উপজেলায় টানা ১৮ বছর পরে বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হলো। কাউন্সিলের দ্বিতীয়ার্ধে ভোট গ্রহণ শেষে রাত ৯টায় বাগেরহাট – কচুয়া উপজেলার নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক ডাক্তার লায়ন ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। বাগেরহাট জেলার সদর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত বাগেরহাট সদর উপজেলা। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ৬৩৯ টি।##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা