রিপোর্টঃ- মোঃ আক্তারুজ্জামান লিটন
ডুমুরিয়ার মাগুরাঘোনায় সম্প্রতি দোলখোলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভষ্মিভুত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
গত মঙ্গলবার ভোর ৫ টার দিকে বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় বাজারে অবস্থিত উত্তম খাঁ,রবিউল সরদার, আল আমীন সরদার,কম্পিউটর ও মোবাইল সামগ্রীর দোকান,খায়রুল ইসলামের চা-পানের দোকান ও আব্দুস সাত্তার সরদারের খাবারের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ৫ টি দোকানের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ঘটনা স্থলে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হালিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় আমীর আব্দুল হালিম ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার হাত বাড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এ সময় তিনি আরও বলেন,তার সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে যতদূর সম্ভব ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের পাশে দাঁড়াবেন বলে প্রতিশ্রুতি দেন। এসময় তার সাথে ছিলেন, সাবেক ছাত্র শিবির নেতা,মোঃ মনিরুল ইসলাম,
ইউনিয়ন অমুসলিম শাখার সভাপতি বিশ্বনাথ দাশ, মাওলানা আতাউর রহমান,মোঃ ইমতিয়াজ মোড়ল,মোঃ মফিজুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মাওলানা ইব্রাহিম হোসেন হোসেন,সেলিম মোড়ল,
হেদায়েতুল্লাহ, বাজার কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয়রা।