নিজস্ব প্রতিনিধিঃখুলনা বটিয়াঘাটা ৭নং আমিরপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে বিএনপির ত্যাগিদের বাদ দিয়ে আওয়ামী দোষরদের দিয়ে পকেট কমিটি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করনে ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা।১৮/০৯/২০২৫ তাং বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে ইউনিয়নের খারাবাদ বাইনতলা বাজারে ইউনিয়ান বিএনপির অঙ্গ সংগঠমের বিক্ষুব্ধ নেতা কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এসময়ে বক্তারা বলেন,”আমরা ১৭ বছর ধরে আমরা আওয়ামী দের দিয়ে নির্যাতিত হয়েছি,জেল খেটেছি। যারা আমাদের বিগত দিনে নির্যাতন করেছে তাদের দিয়েই খামখেয়ালি ভাবে জেলা কমিটির তৈয়বুর রহমান,বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম,সদস্য সচিব ফারুক খন্দকার এরা এসে আমাদের সাচ কমির সাথে কোন আলাপ আলোচনা না করে তাদের মত করে ঘোষিত পকেট কমিটি করে গেছে।বটিয়াঘাটায় বিএনপিকে ধংস করার জন্য এরা এসব করছে।আমরা অভিলম্বে এই অবৈধ কমিটি বাতিল করে নতুন করে ত্যাগিদের নিয়ে কমিটি করার আহবান জানাই।তা না হলে আমরা আগামীতে এর চেয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবো।”এসময়ে উপস্থিত ছিলেন, হায়দার আদী,সিহাব উদ্দেশ্যে মোড়ল,মোঃ বোরহান সেখ
মোঃ আলী রেজা, মোঃ মোজাফ্ফার সেখ,মহাম্মদ আলী ফারাজী,টিপু খান,মোঃ মুজিবর ফরাজি, মোঃ আজিজুল সেখ,মোঃ রবিউল সেখ,পলাশ সেখ,মোতাহাব আলী,মোঃ আলম যেখ,মো. মাছুদ মোডল,মোঃ কবিরুল ইসলাম,মোঃ আতাউর রহমান,
মোঃবাবুল সেখ,হেলাল ফরাজি,মোঃ নাইমুল আকঞ্জি
মোঃ তুহিন সেখ, কাকলি খেলাম মোছাঃ খাদিজা বেগম রিয়াজুল শেখ,খানজাহান শেখ,লিটু মল্লিক,সাহিদুল শেখ,আশরাফ আলি,আফজাল শেখ,তহিদ শেখ,জাহিদ শেখ,চঞ্চল শেখ, প্রমুখ