বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক জায়গায় পাওয়া যায়। রঙ: সাধারণত গাঢ় নীলচে কালো বা সম্পূর্ণ কালো। দাগ: শরীর জুড়ে সাদা বা হালকা রঙের সরু আড়াআড়ি দাগ মাথা: শরীরের সাথে প্রায় একাকার হয়ে থাকে, আলাদা করে বোঝা কঠিন। লেজ: চিকন ও টোকা ধরনের।
কালাচ অত্যন্ত বিষধর সাপ। এর বিষ হলো neurotoxic venom (স্নায়ুতন্ত্র আক্রমণকারী)। কামড়ালে প্রথমে অনেক সময় ব্যথা বা ফোলা তেমন হয় না, তাই মানুষ অবহেলা করতে পারে।
কিন্তু কিছু ঘণ্টার মধ্যে পেশী ঢিলে হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয়, এমনকি শ্বাস বন্ধ হয়ে মৃত্যুও হতে পারে। কামড় মূলত রাতে হয়ে থাকে, কারণ কালাচ রাতচরা
যদি কামড়ায় কী করতে হবে
একদম শান্ত থাকতে হবে, দৌড়ানো বা নড়াচড়া করা যাবে না (বিষ দ্রুত ছড়িয়ে পড়ে)। কামড়ের জায়গা বেশি নাড়াচাড়া করবেন না, যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। (Anti-venom চিকিৎসা লাগে।)
সাবধানতা
কালাচ সাধারণত দিনের বেলায় লুকিয়ে থাকে, রাতে বের হয়। অন্ধকার জায়গায় (গোডাউন, বিছানার নিচে, জুতা বা কাপড়ের ভেতরে) থাকতে পারে। তাই রাতে হাঁটার সময় আলো ব্যবহার করা এবং ঘরে ঝোপঝাড়/অগোছালো জায়গা এড়িয়ে চলা ভালো।