খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ২১ ব্যাচের সেশনাল ট্যুরের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সাজেকে ওঠার পথে। রুবিনা আফসানা রিংকি নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছে । গাড়িতে ১২ জন ছিলো, ৭ জন গুরুতর আহত। উদ্ধার অভিজানে কাজ করছে সেনাবাহিনী ও স্থানীয় জনতা। সেনাবাহিনী তাদের হাসপাতালে নিয়ে গেছে।