বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরাম এর সহযোগিতায় মহিলা ও মেয়ে এবং সাংবাদিকদের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা হোটেল এম্বাসেডর এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রোগ্রামে নারী ও কিশোরী সাংবাদিকদের অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা প্রোগ্রামটি খুলনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণের বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।
ইউরোপি ইউনিয়নের অর্থায়নে ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় । কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড ৩ এর এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব ,সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, “অন্তর্ভুক্তিমূলক পলিসি বিষয়ক কর্মশালা টি এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও এডভোকেসি এন্ড কমিউনিকেশন অফিসার ইভানা আফরিন এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রজেক্ট এবং বিভিন্ন পলিসি সম্পর্কে আলোচনা করা হয়। ধ্রুব এর নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠের রিপোর্টার কৌশিক দে,তথ্য অধিদপ্তরের এআইও দীপঙ্কর মন্ডল,ইন্ডিপেন্ডেন্ট টিভির শামিমুজ্জামান শামীম ,দীপ্ত টিভির ইয়াসিন আরাফাত রুমি,সম্প্রতি ফোরামের সভাপতি সিলভি হারুন,গ্রীন নারি কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ছাকেরা বানু,বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির, , চ্যানেল এস এর কলিং হোসেন আরজু , এছাড়াও খুলনার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, ধ্রুব, সি ডব্লিউ এফ ও সিএমকেএস-এর অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন অফিসার মনিরুল ইসলাম, প্রশান্ত কুমার মণ্ডল, রঞ্জন নিকোলাসসহ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।