খুলনা মহানগরীর রূপসা এলাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে মাত্র চারদিন বয়সী এক পুত্র সন্তান চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে নগরীর ড্যাপস ক্লিনিকে এ ঘটনা ঘটে। ঘুমন্ত মায়ের পাশ থেকে শিশুটি উধাও হয়ে গেলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।
নবজাতকের আত্মীয়-স্বজনরা জানান, মোংলা থেকে আসা সুজন ও ফারজানা দম্পতির চারদিন আগে ছেলে সন্তান হয়। আজ দুপুরে তৃতীয় তলা থেকে ওই নবজাতককে চুরি করে নিয়ে যায়। পরে সিসি টিভি ফুটেজে দেখা যায় দ্বিতীয় তলায় থাকা এক নারী তৃতীয় তলা থেকে এক শিশুকে ঢেকে নিয়ে যাচ্ছে। ওই নারী কাকে নিয়ে যাচ্ছে সেটি স্পষ্ট নয়। তবে তাদের সন্দেহের তীর ওই নারীর দিকে। তারা প্রশাসনকে দ্রুত নবজাতককে খুঁজে বের করার দাবি জানান।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ড্যাপস্ হসপিটালে মায়ের কাছ থেকে এক শিশু খুঁজে পাওয়া যাচ্ছে না- এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।