নিউজ ডেক্স
র্যাব-৬ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাতে ঝিনাইদহ জেলার সদর থানাধীন আরাবপর এলাকা হতে অভিযান পরিচালনা করে ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি আয়নাল হোসেন(৫৫), পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- রাজাপুর দক্ষিণপাড়া, থানা ও জেলা ঝিনাইদহকে গ্রেফতার করে। তাছাড়া, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ জাকারিয়া(৫৫), পিতা-মৃত আব্দুল গফুর, সাং- নৃসিংহপুর, থানা ও জেলা ঝিনাইদহকে সদর থানাধীন হামদহ বাইপাস এলাকা হতে গ্রেফতার করে এবং পৃথক আরেকটি অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ নাছির উদ্দিন শেখ (৪০), পিতা-মৃত আলী আকবর শেখ সাং-বকসীপুর, থানা শৈলকুপা, জেলা-ঝিনাদহকে সদর থানাধীন মধুপুর এলাকা হতে আটক করা হয়।
আটককৃত আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।