নিউজ ডেক্স
বৃহস্পতিবার (২১ আগস্ট) মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার আয়োজনে নগরীর সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজে মানব পাচার, মানব চোরাচালান, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, মানব পাচার, অনিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ আমাদের সমাজ ও পরিবারকে হুমকির মুখে ফেলছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে নিরাপদ জীবন নিশ্চিত করতে হলে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে একসাথে কাজ করতে হবে। অসচেতনতার কারণে অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে বিদেশে গিয়ে চরম দুর্ভোগে পড়েন। একইভাবে বাল্যবিবাহ মেয়েদের পড়াশোনার পথ রুদ্ধ করে দেয় এবং ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দেয়। তিনি শিক্ষার্থীদেরকে মানব পাচারের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদানের পাশাপাশি, নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম কানুন সম্পর্কে গুরুত্বপূর্ণ টিপস এবং অনলাইন প্রতারণা ও হয়রানি এড়ানোর কৌশল, মাদকাসক্তি থেকে দূরে থাকা, বাল্য বিবাহের কুফল, মোবাইল আসক্তি থেকে বেঁচে থাকা ইত্যাদি বিষয়েও মোটিভেশনাল বক্তব্য প্রদান করেন। এসময় পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এওয়ারনেস কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মানব পাচার ও বাল্যবিবাহের মত সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উক্ত সেশনে ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়, জাস্টিস এন্ড কেয়ার কর্মকর্তা-সহ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।