নিউজ ডেক্স
বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিশ হাজার তিন শত পিচ ইয়াবাসহ কালাম হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। আটক কৃত এই ইয়াবার বর্তমান বাজার মূল্য এক কোটি দেড় লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ ।
রবিবার (১৩ জুলাই) দুপুরে বাগেরহাট পুলিশ সুপার তৌহিদুল আরিফ এক সংবাদ সম্মেলনের এ তথ্য নিশ্চিত করেন।
এসময় পুলিশ সুপার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ফকিরহাটের কাটাখালির বাসষ্টান্ডে গতকাল রাতে খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষিরা লাইন পরিবহন থেকে যাহার নম্বর ( ঢাকা মেট্র-ব ১৪-৬৯২৮ )। এ সময় পরিবহন তল্লাসি চালিয়ে পরিবহনের বক্সের ভিতর থেকে কালো রংয়ের প্লাষ্টিকের ক্যারেটের আমের নিচ থেকে পলিথিন মোড়ানো নীলরংয়ের জিপারের মধ্য থেকে মোট বিশ হাজার তিনশত পিচ মাদকদ্রব্য ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়। যাহার অবৈধ্য বাজার মূল্য এককোটি দেড় লক্ষ টাকা।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বহন কারী সাতক্ষিরা জেলার ভাংগা থানার নাথুয়া গ্রামের আব্দুর গফুরের ছেলে কামাল হোসেন (২৫)কে আটক করে। এঘটনায় ফকিহাট মডেল থানায় একটি মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।