নিউজ ডেক্স
র্যাব-৬ ও র্যাব ৪ এর যৌথ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামিকে আটক করেছে র্যাব।
র্যাব-৬ ও র্যাব ৪ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে(০৬ জুলাই)ঢাকার সাভার থানাধীন হারুরিয়া (পুকুরপাড়) এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এবং ৫০,০০০/- টাকা জরিমানা, অনাদায়ে ০৬ মাসের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ১। প্রিন্স মোল্লা (৪০), পিতা- সিরাজুল ইসলাম ওরফে ছিরু মোল্লা, সাং- সোনা পাড়া, থানা- কাশিয়ানি, জেলা-গোপালগঞ্জকে আটক করে।
আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।