*** দর্শক শ্রোতাদের মধ্যে হাহাকার, হাজার হাজার কমেন্টে দোয়া প্রার্থনা
দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র রাকিব হাসান,ছোট ভাই জিসান, এবং ভাগ্না শাকিব শুক্রবার (৪ জুলাই)গভীর রাতে অসুস্থ হয়ে খুলনার একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন। তবে ছোট ভাই অভিনেতা জিসান একটু সুস্থ হলেও গুরুতর অসুস্থ অবস্থায় এখনো হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন রাকিব হাসান ও শাকিব। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কিছু ছবি, যেখানে দেখা যায় রাকিব হাসান বেডে শুয়ে আছেন, সেলাইন চলছে। একই সাথে ভাগনা সাকিব অসুস্থ হয়ে হাসপাতালের বেডে সেলাইন চলছে। তবে রাকিব হাসান, জিসান ও সাকিব অসুস্থ হওয়াতে দর্শকদের মধ্যে দেখা দিয়েছেন নানা প্রশ্ন। দেশের স্বনামধন্য এই অভিনেতা একসাথে অসুস্থ হওয়া বাংলাদেশের মানুষ আর কতদিন পর পার্টি অফিস, নারী সংস্কারের মত হাসির ও উপদেশ মূলক শিক্ষামূলক ভিডিও দেখতে পাবে। ইতিমধ্যেই রাকিব হাসান ও সাকিবের একাধিক ছবি বিভিন্ন ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছে, আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন রাকিব। ক্যানোলা করা হাতে চলছে স্যালাইন।
এ দিকে রাকিব হাসান সহ ফ্যামিলির এন্টারটেনমেন্টের তিন সদস্য অসুস্থ হওয়ায় দর্শকরা দোয়া প্রার্থনা করে হাজার হাজার কমেন্ট করছেন,
শিমুল নামের এক দর্শক লেখেন, আমাদের হাসির রাজা, বিনোদনের খোরাক এভাবে হাসপাতালের বেডে শুয়ে,এ ছবি দেখে আর ভালো লাগছে না, আল্লাহ প্রিয় ভাইকে তুমি দ্রুত সুস্থ করে দাও।
সুমাইয়া আক্তার নামের এক দর্শক কমেন্টে লেখেন, রাকিব ভাই এমন ব্যক্তি হাসপাতালের বেডে থেকেও কনটেন্ট ক্রিয়েট করে ফেলবেন। দুঃখের পর আবারো আমাদের হাসাবেন। দোয়া করি প্রিয় ভাইয়ের জন্য।
সালমা সুইট নামের এক দর্শক শ্রোতা লেখেন, ভাইয়ার কি হয়েছে যানি না তবে আল্লাহর কাছে দোয়া করি ভাইয়া যেনো সুস্থ হয়ে উঠে।
একজন রাকিবের ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, বাংলাদেশের সংস্কারের নায়ক হাসির রাজা, কোটি মানুষের মুখে হাসি ফুটানো মানুষটা আজ হাসপাতালের বেডে। ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন।
এ বিষয়ে কনটেন্ট ক্রিয়াটার খাইরুল ইসলাম জিসান বলেন,ডাক্তার দেখছেন তবে আগের তুলনায় আমরা অনেকটাই সুস্থ, ডাক্তার কিছুদিন রেস্টে থাকতে বলেছেন,আমাদের জন্য সকলে দোয়া করবেন।
উল্লেখ্য যে, ২০১৮ সালে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ নামে একটি ইউটিউব চ্যানেল দিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব।
জীবনে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাকে হাস্যরসে উপস্থাপন করে অল্প সময়েই সবার পরিচিত মুখ হয়ে ওঠেন। কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে রাকিবের।