• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন
Headline
*খুলনায় ৩ মামলায় ৮ বছর সাজাসহ মোট ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬* ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামালসহ গ্রেফতার ৯ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড.মনা খুবিতে ‘জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন’ বিষয়ক কর্মশালা টানা বৃষ্টিতে খুলনা রেজিস্ট্রি অফিসের ছাদ ধসে শতাধিক রেকর্ড বই ক্ষতিগ্রস্ত বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদার-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। খুলনা জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কেএমপি কমিশনারের সংবাদ সম্মেলন সেনা ও নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরা হতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

জুয়ার সরঞ্জাম ও নগত অর্থসহ ১১ জুয়ারিকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ২০ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

কাজী আতিক

জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১১ জুয়াড়িকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার ( ৪ জুন) রাতে খুলনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রোডস্থ বিলাসী গলি জনৈক মোস্তফা কামাল চৌধুরীর বাড়ীর বিলাসী ব্যাচেলার হাউজের নিচতলায় অভিযান চালায়। অভিযানে জুয়াড়ি ১) আব্দুর রহিম (৫২), পিতা-মৃত: মোহাম্মদ আলী, সাং-হাজী ইসমাইল রোড, শেখপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল, ২) হুমায়ন কবির খোকন (৫৮), পিতা-মৃত: আদম আলী খান, সাং-পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা সদর, ৩) নিলু হাসান (৪৭), পিতা-মৃত: ফজলুল করিম হাওলাদার, সাং-পশ্চিম টুটপাড়া মওলা বাড়ীর মোড়, থানা-খুলনা সদর, ৪) ইকবাল হোসেন (৪২), পিতা-মৃত: শাহনাজ মোল্লা, সাং-৫নং মাছঘাট, থানা-খুলনা সদর, ৫) মাসুদ হোসেন রানা (৫০), পিতা-মৃত: আকবর হোসেন, সাং-নবপল্লী, থানা-সোনাডাঙ্গা মডেল, ৬) বসির তালুকদার (৩৮), পিতা-মোয়াজ্জেম তালুকদার, সাং-হোগলাডাঙ্গা বাঁশবাড়ী, থানা-লবণচরা, ৭) জাকির হোসেন (৪৭), পিতা-মৃত: হাশেম শিকদার, সাং-ডালমিল, থানা-সোনাডাঙ্গা মডেল, ৮) জাহাঙ্গীর হোসেন(৬০), পিতা-মৃত: আব্দুল গনি মোল্লা, সাং-বানরগাতি, থানা-সোনাডাঙ্গা মডেল, ৯) ফরিদ খন্দকার (৫০), পিতা-ইরাক আলী খন্দকার, সাং-দুর্জনী মহল, থানা-রূপসা, জেলা-খুলনা, ১০) ইসহাক হাওলাদার (৫৪), পিতা-মৃত: সুলেমান হাওলাদার, সাং-নতুন বাজার এ্যাপ্রোচ রোড, থানা-খুলনা সদর এবং ১১) কালু (৬৫), পিতা-মৃত: হান্নান মোদি, সাং-আমতলা হাজীবাড়ী, খুলনাদেরকে জুয়া খেলার সরঞ্জাম ১০ সেট তাস এবং নগদ ৩,৩৭৫ টাকাসহ জুয়ার আসর হতে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা