বাংলাদেশে মহিলা ও মেয়ে এবং সাংবাদিকদের তথ্য ও সুরক্ষায় অ্যাক্সেস বিষয়ক রাউন্ড টেবিল কনফারেন্স ” খুলনার একটি অভিজাত হোটেলে সোমবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা বিষয়ক এ রাউন্ড টেবিল কনফারেন্সে বিভিন্ন কমিউনিটি ফোরাম এর মহিলা ০ ও মেয়ে এবং
খুলনা শহরের বিভিন্ন ওয়ার্ডের পিছিয়ে পড়া ও দলিত শ্রেণীর সুবিধা বঞ্ছিত বিভিন্ন বয়সের মহিলা ও কিশোরীদের নিয়ে তাদের তথ্য প্রাপ্তির অধিকার ও তাদের নিরাপত্তা বিষয়ক এক বিশেষ গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উক্ত গোল টেবিল বৈঠকে মোট ৩০ জন অংশগ্রহন করেন।
ইউরোপি ইউনিয়নের অর্থায়নে ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় । কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড ৩ এর এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব ,সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, “নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা বিষয়ক রাউন্ড টেবিল কনফ্রান্স টি ধ্রুব এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক সহ ধ্রুব,সি ডব্লিউ এফ ,সিএমকে এবং দৈনিক প্রবাহের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ