কাজী আতিক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের ধীষের কান্ডারী রকিবুল ইসলাম বকুল বলেছেন, বিগত সরকার ও তার দোসরদের লুটপাটের কারণে খুলনা অঞ্চলের সকল মিল কারখানা বন্ধ হয়ে গেছে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বন্ধ মিল কারখানা চালু করা হবে। শ্রমিকরা বেকার জীবন থেকে মুক্তি পাবে।
বুধবার (২৫ জুন) দৌলতপুরস্থ রেলীগেটের জুট প্রেসের শ্রমিকদের কর্মস্থল পরিদর্শন শেষে শ্রমিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার গত ১৬ বছরে শ্রমিকদের জন্য কোন কিছুই করেনি। শ্রমিকরা যাতে একটু ভালোভাবে থাকতে পারে তাদের জীবন মানের উন্নতি হয় এইরকম কোন সুবিধা গত ফ্যাসিবাদী সরকার করেনি। শ্রমিকদের নূন্যতম মজুরির ব্যবস্থাও স্বৈরাচারী সরকার করেনি। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য আমরা সবসময় সচেষ্ট ছিলাম। বিএনপি যখন ক্ষমতায় ছিল শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে শ্রমিকদের অধিকার আদায় হবে। বিএনপি ক্ষমতায় আনার জন্য তাই শ্রমিকদের কাজ করতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি বলতেন, শ্রমিকের দুটো হাতই দেশের উন্নয়নের চাবিকাঠি। তার সময়েই শ্রমিকদের কল্যাণে নেওয়া হয় যুগান্তকারী পদক্ষেপ। বিএনপি ক্ষমতায় থাকাকালে শ্রম আইন সংস্কার, বেতন ও মজুরি কমিশন গঠন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ এবং বোনাস দেয়ার ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা-চিকিৎসায় বিশেষ কর্মসূচিও নেয়া হয়। বিএনপি ঘোষিত ৩১ দফা রূপরেখায় শ্রমিকদের অধিকারকে অগ্রাধিকার দিয়েছে। দলটি অঙ্গীকার করেছে, শিল্পশ্রমিক, গার্মেন্টস শ্রমিক, কৃষিশ্রমিক, নির্মাণ শ্রমিক, পরিবহণ শ্রমিক, চা-শ্রমিক, রিকশাচালক, দিনমজুর ও গৃহকর্মীদের মৌলিক অধিকার, মর্যাদা ও জীবনমান রক্ষায় উপযুক্ত আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। জীবিকার উপযোগী ও সম্মানজনক জীবনযাত্রার জন্য ন্যূনতম মজুরি কাঠামো নিশ্চিত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন, রিয়াজ, শাহেদ, হুমায়ুন কবির, সিরাজুল ইসলাম সনি, এনায়েত হোসেন, কামাল হাওলাদার, সুজ্জল হোসেন সুজন, হোসেন বদিউজ্জামান, জামাল, ডালিম কাজী, বেল্লাল মুন্সি, মোঃ মিলন হাওলাদার প্রমূখ।
মতবিনিময়: বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন নব গঠিত আহবায়ক কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের ধীষের কান্ডারী রকিবুল ইসলাম বকুল। এসময় খুলনার ক্রীডাঙ্গনের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শেখ সাদী, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, এম মুরশিদ কামাল, শেখ ইমাম, বিপ্লবুর রহমান কুদ্দুস, একরামুল কবীর মিল্টন, মোল্লা খাইরুল ইসলাম, আসিফ হোসেন রিঙ্কু, রিয়াজ সাহেদ প্রমূখ।