• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৪৬ পূর্বাহ্ন
Headline
*খুলনায় ৩ মামলায় ৮ বছর সাজাসহ মোট ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬* ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামালসহ গ্রেফতার ৯ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড.মনা খুবিতে ‘জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন’ বিষয়ক কর্মশালা টানা বৃষ্টিতে খুলনা রেজিস্ট্রি অফিসের ছাদ ধসে শতাধিক রেকর্ড বই ক্ষতিগ্রস্ত বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদার-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। খুলনা জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কেএমপি কমিশনারের সংবাদ সম্মেলন সেনা ও নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরা হতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

কেএমপি কমিশনারকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণের দাবি বিএনপির

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১৬ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

নিউজ ডেক্স

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরসহ ৪মামলার এজাহারভুক্ত আসামী ও বিগত সরকারের আমলে নানাবিধ অভিযোগে অভিযুক্ত এসআই সুকান্তকে জনগণ ধরে খানজাহান আলী থানা পুলিশের কাছে প্ররন করলে কেএমপির পুলিশ কমিশনারের নির্দেশ রাতের আধারে তাকে ছেড়ে দেয়ায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। তারা বলেন, পুলিশ কমিশনার এসআই সুকান্তকে ছেড়ে দিয়ে তার ওপর অর্পিত দায়িত্ব পালনে শুধু ব্যর্থতার পরিচয় দেননি তিনি পতিত সরকারের পক্ষ অবলম্বন করেছেন। আগামী ২৪ ঘন্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সাথে এসআই সুকান্তকে ছেড়ে দেয়ার ঘটনায় পুলিশ কমিশনারের সাথে অন্য কেউ জড়িত থাকলে তাকেও প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
বুধবার (২৫ জুন) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ৩৬ জুলাই পরবর্তী সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খুলনার চিহ্নিত ডেভিলদের গ্রেফতারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলার চরম অবনতি কমিশনারের ব্যর্থতার ফসল। সন্ত্রাসীদের পদচারনায় খুলনা নগরী এখন প্রকম্পিত। হত্যাকান্ড ও সন্ত্রাসী কর্মকান্ড নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। বিভাগী শহর খুলনার আইন-শৃঙ্খলার রক্ষা করা এ ধরণের ব্যর্থ কর্মকর্তা দিয়ে মোটেই সম্ভব নয়। তারা আরো বলেন, এসআই সুকান্তর বিরুদ্ধে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানমুখী আন্দোলনে হামলার শত শত অভিযোগ রয়েছে। মামলার অভিযুক্ত আসামী সুকান্তকে ছেড়ে দেওয়া আইনের অপব্যবহার এবং পুলিশের পক্ষপাতমূলক আচরণের প্রমাণ বহন করে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কেএমপির কমিশনারকে অপসারণ করা না হলে খুলনাবাসিকে সাথে নিয়ে রাজপথে নামার হুশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমূখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা