• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
Headline
*খুলনায় ৩ মামলায় ৮ বছর সাজাসহ মোট ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬* ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামালসহ গ্রেফতার ৯ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড.মনা খুবিতে ‘জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন’ বিষয়ক কর্মশালা টানা বৃষ্টিতে খুলনা রেজিস্ট্রি অফিসের ছাদ ধসে শতাধিক রেকর্ড বই ক্ষতিগ্রস্ত বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদার-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। খুলনা জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কেএমপি কমিশনারের সংবাদ সম্মেলন সেনা ও নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরা হতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

জেলা গোয়েন্দা ডিবি’র অভিযানে নগরীর চিহ্নিত দুই চাঁদাবাজ গ্রেফতার

খুলনা ভিশন ডেক্স। / ৯৩ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

নেপাল ধরঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) টানা অভিযান চালিয়ে চিহ্নিত দুই চাঁদাবাজকে গ্রেফতার করায় ব্যবসায়ীদের মাঝে স্বস্থি। শনিবার (২১ জুন) ভোররাতে নগরীর বাঘমারা ও মাসকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বাঘমারার রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া এবং কৃষ্টপুরের হৃদয় ওরফে সাকিব। জেলা গোয়েন্দা ডিবি’র অফিসার ইনচার্জ মফিদুল ইসলাম জানান, বিভাগীয় নগরীসহ ময়মনসিংহের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সাধারণ মানুষের শান্তিপুর্ণ বসবাস ও চলাচল নিশ্চিত এবং চুরি ছিনতাই সহ চাদাবাজদের আইনের আওতায় আনতে পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশে নিয়মিত অভিযান ও টহল পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিবি’র এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে বাঘমারার রাজিব আহাম্মেদ ওরফে বাবু মিয়া এবং কৃষ্টপুরের হৃদয় ওরফে সাকিব নামে চিহ্নিত দুই চাঁদবাজকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অফিসার ইনচার্জ মফিদুল ইসলাম আরো জানান, সাম্প্রতিক সময়ে পুলিশ সুপারের দিকনির্দেশনায় (ডিবি) পুলিশ ধারাবাহিক অভিযান চালিয়ে সফলতার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এ সব অভিযানের মাঝে ডাকাত দলের ৯ সক্রিয় সদস্যকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ১৪০ কেজি লুণ্ঠিত তামার তার উদ্ধার অন্যতম। এদের মধ্যে ৮ ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অপরদিকে চোরাইকৃত ২টি অটোরিকশা ও একটি মিশুকসহ গ্রেফতার করা হয়েছে চিহ্নিত চোরচক্রের ৫ সদস্য। মাদকের ভয়াবহতারোধে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২৬৫ পিস ইয়াবা, সাড়ে ১০ কেজি গাঁজা, ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
ছিনতাইবিরোধী অভিযানে ১৫ জন চিহ্নিত ছিনতাইকারী ধরা পড়েছে। জেলা গোয়েন্দা শাখার এই ধারাবাহিক অভিযান অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবির এমন অভিযান আগামী দিনেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা