• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
Headline
*খুলনায় ৩ মামলায় ৮ বছর সাজাসহ মোট ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬* ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামালসহ গ্রেফতার ৯ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড.মনা খুবিতে ‘জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন’ বিষয়ক কর্মশালা টানা বৃষ্টিতে খুলনা রেজিস্ট্রি অফিসের ছাদ ধসে শতাধিক রেকর্ড বই ক্ষতিগ্রস্ত বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদার-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। খুলনা জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কেএমপি কমিশনারের সংবাদ সম্মেলন সেনা ও নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরা হতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

দিঘলিয়ায় ভুয়া দলিল ও জাল কাগজপত্রসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ১১ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

নিউজ ডেক্স

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকায় অভিযান চালিয়ে ভুয়া দলিল, জাল খতিয়ান, নকল সীলমোহর ও সরকারি কাগজপত্র তৈরির সরঞ্জামসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে লাখোহাটি গ্রামের তিন রাস্তার মোড় এলাকার ‘তুরজাউন টেলিকম অ্যান্ড স্টুডিও’ নামক প্রতিষ্ঠানে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর দিঘলিয়া কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম. মেহেদী হাসান (এল), বিএন (পি নং-২২০৩) ও দিঘলিয়া থানার এসআই মোঃ জামিল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের জহুর গাজীর ছেলে আশিকুজ্জামান রিংকু ও একই এলাকার আকরাম শেখের ছেলে তুরজাউন শেখ।
অভিযানকালে তাদের দখল হতে উদ্ধার করা হয়- প্রায় ২৭৩টি ভূয়া দলিল, ৩,৫০০ থেকে ৪,০০০টি পর্চা ও খতিয়ান, ৭২২টি জাল দাখিলা, ২২টি মাঠপর্চা, ৪৩টি মৌজা ম্যাপ, ১২টি নকল সরকারি সীলমোহর, ৬টি এনআইডি কার্ড, ৩ সেট দিঘলিয়া উপজেলার ভোটার তালিকা, ১টি হার্ডডিস্ক, ২টি কম্পিউটার, ১টি প্রিন্টার, ১টি লেমিনেটিং মেশিন, ১টি সিসি ক্যামেরা, ৩টি মোবাইল, ২টি পেনড্রাইভ, ৪টি সিমকার্ড, ৪ রীম আইডি কার্ড তৈরির কাগজ, ২০টি মূল ম্যাপ এবং ১টি ভিসা কার্ড।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দিঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের সহযোগী হিসেবে জাল দলিল সংক্রান্ত কার্যক্রমে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।
এ বিষয়ে দিঘলিয়া থানার এসআই মোঃ জামিল উদ্দিন জানান, এই চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছিল। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং চক্রের বাকি সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযান ও আটকের সময় স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে আটককৃতদের জব্দকৃত মালামালসহ দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা