নিউজ ডেক্স
সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য সাত মামলার আসামিকে আটক করেছে র্যাব-৬।
আজ বুধবার (১৮ জুন) সকালে র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প এর আভিযানিক দল সাতক্ষীরা জেলার সদর থানাধীন সংঙ্গীতা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি- সাতহ্মীরার দেবহাটা নোড়ারচক মোঃ শাহজান আলী গাজীর ছেলে মোঃ রবিউল গাজী(৪২) কে আটক করে।
র্যাব জানায়, আসামি মোঃ রবিউল গাজী (৪২) সাতক্ষীরা জেলার দেবহাটা থানার ডাকাতির প্রস্তুতি মামলা এবং অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। বিষয়টি র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্প জানতে পেরে পলাতক আসামিকে আটকের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে আটক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
আটককৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়।