শেখ ফারুকঃ
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, দেবহাটা থানা,গোলাম কিবরিয়া হাসান এর নেতৃত্বে এসআই (নিঃ) শরিফুল ইসলাম, এসআই/ দেলোয়ার হোসেন, এএসআই/মোঃ লিয়াকত আলী সংগীয় ফোর্সের সহায়তায় ১৭/০৬/২০২৫ তারিখ রাত্র অনুমান ০৪:৪৫ সময় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনাকালে দেবহাটা থানাধীন উত্তর কুলিয়া গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ দেলোয়ার হোসেন শাওন এর বসত বাড়ীর শয়ন কক্ষে হতে ধৃত আসামি ১। দেলোয়ার হোসেন শাওন(৩৯), পিতা-আসাদুল হক,গ্রাম-কুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, বাংলাদেশ, ২। কামানুর গাজী (৩৬), পিতা-মৃত করিম গাজী, গ্রাম-পানিতর, পোস্ট-পানিতর, থানা-বশিরহাট, জেলা-উত্তর চব্বিশ পারগনা, দেশ-ভারত দ্বয়কে ৭৯১ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুড়াল ও চাকুসহ গ্রেফতার করেন। পরবর্তীতে দেবহাটা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
উক্ত আসামীদ্বয়কে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।