কাজী আতিক
থেমে থেমে বৃষ্টিতে চুকনগর বাসস্ট্যান্ড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ভাঙ্গাচোরা সড়ক ও বড় বড় গর্তে জমে থাকা পানি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যানবাহন ও যাত্রীরা চলাচলে মারাত্মক অসুবিধার মুখে পড়ছে। বিশেষ করে নারী ও শিশুদের কাদা ও পানিতে ভিজে চলাচল করতে হচ্ছে।
বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী ও যাত্রীরা জানায়,দীর্ঘদিন ধরেই রাস্তার এ অবস্থা চলাচল করতে হচ্ছে।কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।