কাজী আতিক
খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় খুলনা সদর থানা পুলিশ গতকাল রাতে চাঁনমারী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ১) নিরব ইসলাম জিয়া(২৩), পিতা-মোঃ জালাল গাজী, সাং-চাঁনমারী ২য় লেন, থানা-খুলনা সদর; ২) মিরাজ(৩২), পিতা-শওকত হোসেন, সাং-চাঁনমারী, থানা-খুলনা সদর এবং ৩) শামীম হাসান শিকদার(৩১), পিতা-মোঃ হালিম শিকদার, সাং-উত্তর কদমতলা, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-চাঁনমারী ৩য় লেন, থানা-খুলনা সদর, খুলনাদেরকে ২৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।