নিউজ ডেক্স
খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে টি, এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপারের সভাপতিত্বে খুলনা জেলা পুলিশের মে মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করা হয় এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার খুলনা জেলাকে অপরাধমুক্ত রাখতে উপস্থিত সকল থানার অফিসার ইনচার্জগণকে তাদের নিরবিচ্ছিন্ন সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তাদের ভবিষ্যত মঙ্গল কামনা করেন এবং সর্বোচ্চ পেশাদারিত্ব অব্যাহত রেখে পুলিশিং সেবা জনগণের নিকট পৌঁছে দেয়ার আহবান জানান।