নিউজ ডেক্স
খুলনা সিটি মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে সাজিত (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (১৫ জুন) রাত আনুমানিক ৯টার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হঠাৎ করে দুজন যুবক এসে সাজিতকে লক্ষ্য করে গু/লি ছোড়ে। গু/লি লাগলে তিনি কিছু দূর দৌড়ানোর চেষ্টা করেন, পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত অবস্থায় সাজিত জানিয়েছেন, তাকে দুইজন ব্যক্তি গু/লি করেছে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে গু/লি/র খোসা উদ্ধার করেছে এবং ঘটনার কারণ ও অভিযুক্তদের শনাক্তে তদন্ত শুরু করেছে।