• শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
Headline
*খুলনায় ৩ মামলায় ৮ বছর সাজাসহ মোট ৬ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬* ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতির ঘটনায় কোটি টাকার মালামালসহ গ্রেফতার ৯ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে শক্ত পদক্ষেপ নিতে হবে: এড.মনা খুবিতে ‘জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন’ বিষয়ক কর্মশালা টানা বৃষ্টিতে খুলনা রেজিস্ট্রি অফিসের ছাদ ধসে শতাধিক রেকর্ড বই ক্ষতিগ্রস্ত বটিয়াঘাটায় বীরমুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদার-কে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন। খুলনা জেলা পুলিশের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কেএমপি কমিশনারের সংবাদ সম্মেলন সেনা ও নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরা হতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

খুলনায় সবুজ হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে র‍্যাব-৬

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৪৭ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

কাজী আতিক

খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা থেকে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে আটক করেছে র‌্যাব-৬।
ঘটনার পর্যালোচনায় জানা যায়, ভিকটিম সবুজ হাওলাদার পেশায় ওয়াসার শ্রমিক। পূর্বের ন্যায় ঘটনার দিন গত ০২ জুন ভিকটিম ও তার বন্ধু মোঃ রানা খান বাসায় ফেরার সময় সোনাডাঙ্গা আবাসিক এলাকার ময়লাপোতা নূরানী মহল্লাস্থ মোল্লার কাঠের গোল্লার সামনে পৌঁছালে মামলার অন্যান্য আসামির সহযোগীতায় ১নং আসামি কথা আছে বলে পথ রোধ করে। কথা বলার একপর্যায়ে ভিকটিমের সাথে আসামিদের ধস্তাধস্তি হলে ০১ নং আসামির কোমড়ে থাকা ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বুকের মাঝখানে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তার বন্ধু পালিয়ে যায়। ভিকটিম সবুজের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা দ্রুত পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ০৩ জুন ২০২৫ তারিখ আনুমানিক রাত্র ০০৪০ ঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এরপর ভিকটিম সবুজ হাওলাদারের পিতা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত আসামিদের বিরুদ্ধে কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত বিষয়টি জানার পর হতে র‌্যাব-৬, খুলনা আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ১৪ জুন ২০২৫ তারিখ আনুমানিক ১৪৫৫ ঘটিকার সময় র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনা সোনাডাঙ্গা মডেল থানাধীন গ্রামীন আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর সবুজ হত্যা মামলার প্রধান আসামি মোঃ সজিব আহমেদ ভাগিনা সজিব (২০), পিতা- মোঃ কবির আহমেদ, মাতা- জহুরা বেগম, সাং- আইজগাতি, বড় মন্দির, থানা- রূপসা, জেলা- খুলনাকে গ্রেফতার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা