কাজী আতিক
পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে খুলনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। মুঠোফোনের মাধ্যমে মা ও শিশু বিষয়ক তথ্য সেবা প্রদানের সাথে স্বাভাবিক প্রসব ও জরুরী ভিত্তিতে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এমনকি বন্ধ থাকা স্বত্ত্বেও আউটডোরে আগত রোগীদের সেবা প্রদান থেমে থাকেনি।
জানা গেছে, ঈদুল আযহার দীর্ঘ ছুটিতে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কার্যক্রম বন্ধ রেখেছে। তবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই দীর্ঘ ছুটিতেও সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছেন খুলনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র’র চিকিৎসক, নার্সসহ অন্যান্যরা। ফলে মা ও শিশু বিষয়ক সেবা নিতে আগত রোগীরা স্বাস্থ্য সেবা পাচ্ছেন এবং সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বুধবার (১১ জুন) দুপুরে সরেজমিনে খুলনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী সামনি খাতুন বলেন, সবখানে ঈদের ছুটি চলছে। এর মধ্যে খুলনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম চালু রয়েছে। ফলে সেবা গ্রহণ করতে পেরেছি। এতে তিনি ও তার পরিবারের লোকজন সন্তোষ প্রকাশ করেন।
পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) শারমিন আক্তার বলেন, ঈদের দীর্ঘ ছুটির মধ্যেও মা ও শিশু বিষয়ক সেবা গ্রহণ করতে আগত রোগীর সংখ্যা নেহাতই কম নয়। গত ৫ জুন হতে ১১ জুন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০ জন রোগীকে মুঠোফোনের মাধ্যমে তথ্যসেবা প্রদান করা হয়। এরমধ্যে ৫ জন স্বশরীরে এসে সেবা গ্রহণ করেন এবং দু’জনের ডেলিভারি হয়েছে। তিনি আরও বলেন, এমনকি বন্ধ থাকা স্বত্ত্বেও ঈদের দিন বাদে অন্যান্য দিন আউটডোরের রোগীদের বিশেষ সেবা দিয়েছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: শাহেলা আকতার।
খুলনা মা ও শিশু কল্যাণ কেন্দ্র’র স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: শাহেলা আকতার বলেন, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ঈদের লম্বা ছুটিতেও খুলনা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সেবা প্রদান অব্যাহত আছে। একজন পরিদর্শিকা (এডব্লিউভি), ৪ জন নার্সি এ্যাটেন্ড্যান্ট (এএনএ) এবং দাই নার্স (ডিএনএ) মিলে ছুটির দিনে বিশেষ সেবা চালু রাখা হয়েছে। গত ৫ জুন হতে ১১ জুন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১০ টি স্বাভাবিক প্রসব এবং ৩টি জরুরী ভিত্তিতে সিজারিয়ান অপারেশন করা হয়েছে। আগত রোগীরা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।