নিউজ ডেক্স
রবিবার(০৮জুন)আনুমানিক সকাল সাড়ে ৭ টায় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে খুলনা শহরের একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু এর ২ জন ঘনিষ্ঠ সহযোগী সহ মোট ৩ জন আটক করা হয়। অভিযানকালে ০১ টি দেশীয় শট গান, ৩ রাউন্ড গোলাবারুদ, ২৫টি ক্রেডিট কার্ড, বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, ব্ল্যাংক চেক ও বেশ কিছু মোবাইল উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিত করণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোন ধরণের অপরাধ কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।