নিউজ ডেক্স
যশোরের শার্শা থানা এলাকা থেকে ৪৯৫৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
এরই ধারাবাহিকতায় নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল (০২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন নাভারন বাজার, সাতক্ষীরা মোড়ের মজিদ মার্কেট এর নবাব বিরিয়ানী হাউজের সামনে মহাসড়কে প্রাইভেটকার তল্লাশীকালে ০৩ জন মাদক ব্যবসায়ী- মোঃ আমজাদ হোসেন (৩৫), পিতা জয়নাল আবেদীন, সাং- ওসমানের বাড়ী, শিমরাইল, ওয়ার্ড নং-১৪, পোষ্ট- সারুলিয়া,
আলী নেওয়াজ ভুইয়া (২৯), পিতা- মোঃ ইসমাইল মিঞা, সাং- নবাব সলিমুল্লাহ রোড ৩য় অংশ, উভয় থানা- নারায়নগঞ্জ সদর, জেলা- নারায়নগঞ্জ, মোঃ ফারুক হোসেন (৪৮), পিতা- মৃত জোবেদ আলী মোল্লাহ, সাং- ধলদাহ, থানা- শার্শা, জেলা- যশোরদেরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত প্রথম আসামি মোঃ আমজাদ হোসেন ও ২য় আসামি আলী নেওয়াজ ভুইয়াদ্বয়ের দেখানো মতে এবং তাদের নিজ হাতে প্রাইভেটকারের মধ্য হতে ৪৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেওয়ায় উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত প্রাইভেটকার এবং আটককৃত আসামিদেরকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করতঃ আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।