নিউজ ডেক্স
খুলনা খালিশপুর থানা পুলিশ গত (৩০ মে)রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরেরহাট মেইন রোড এলাকায় অভিযান চালিয়ে দৌলতপুর থানার এফআইআর নং-২৭/৭২, তারিখ-১৭ ফেব্রুয়ারি ২০১৯; জি আর নং-৭২, তারিখ-১৭ ফেব্রুয়ারি ২০১৯ মূলে ১ বছর ৩ মাস সশ্রম কারাদন্ড এবং ২০০০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত খালীশপুর থানার সবুজবাগ চরেরহাট এলাকার মোঃ হানিফ শেখের ছেলে মোঃ শুকুর আলী সাগর (২৫), কে আটক করে। আটককৃত আসামীকে ব আদালতে প্রেরন করা হয়েছে।