• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন
Headline
সাতক্ষীরা-৩: বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দিনের পাশে ইঞ্জিনিয়ার মুকুল, দেখা করতে অস্বীকৃতি ডা. শহিদুলের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের স্মার্ট বাহিনীর জেলেদের আটককৃত কাঁকড়া বিক্রির অভিযোগ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শীতে আক্রান্ত হয়ে জেলের মৃত্যু শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস “মৎস্য খাতে নতুন উদ্যম—মৌলভীবাজার-হবিগঞ্জ কর্মকর্তাদের ব্যতিক্রমী গ্র্যান্ড সেলিব্রেশন” একই দিনে খুলনায় চারজনকে হত্যা শহর জুড়ে আতঙ্ক খুলনা-বরিশাল অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট , বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি

খুলনায় তামাকবিরোধী অভিযান জাপান টোব্যাকো ইন্টারন্যাশনালের ডিপোতে মোবাইল কোর্ট, আইনভঙ্গের দায়ে অর্থদণ্ড

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৪৯ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫

কাজী আতিক
বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপনের পরবর্তী সময়ে খুলনা জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির উদ্যোগে এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। আজ বিকালে খালিশপুর হাজী মোহাম্মদ মহসিন কলেজ সংলগ্ন Japan Tobacco International (JTI)-এর স্থানীয় ডিপোতে এ অভিযান পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এবং রিজওয়ানুর রশিদ।

অভিযানকালে ডিপোতে বিপুল পরিমাণ তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচারণামূলক অবৈধ সামগ্রী সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। আইন লঙ্ঘনের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ও সংশোধনী ২০১৩’-এর ৫ এর ১(খ) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টে কারিগরি সহায়তা প্রদান করেন খুলনা জেলা ও বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এবং কাজী মোহাম্মদ হাসিবুল হক।

জব্দকৃত মালামালের মধ্যে ছিল ৭২৬টি ম্যাচবক্স, ১৭৫টি চশমা, ৩৫০টি সিগারেট কাভার, ৮৮টি গ্যাস লাইট, ৬৫টি গিফট বক্স, ৫টি গেঞ্জি এবং ২০০টি লিফলেট ও ব্ল্যাংক প্যাকেট। এসব সামগ্রী তামাকজাত পণ্যের বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে জনস্বাস্থ্য আইন লঙ্ঘন করে অবৈধভাবে সংরক্ষণ করা হচ্ছিল। পরে এসব মালামাল জেলখানাঘাট এলাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংস করা হয়।

অভিযানে সহায়তা করেন খুলনা সদর থানা ও খালিশপুর থানা পুলিশের সদস্যরা। খুলনা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় সচেতন নাগরিকগণ ও স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা। তারা মনে করেন, খুলনার এই দৃশ্যমান উদ্যোগ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের এক অনুকরণীয় দৃষ্টান্ত।

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জন এবং তামাকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে গৃহীত সরকারি কার্যক্রমের ধারাবাহিকতায় আজকের মোবাইল কোর্ট ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা