• মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Headline
শ্যামনগরে এক হরিণ শিকারীকে আটক যশোরে পদোন্নতি বঞ্চিত বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের কর্মবিরতি শার্শায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার আমেরিকা থেকে এই প্রথম আনা ৬০৮৭৫ টন গম মোংলা বন্দরের বহিরনোঙ্গরে খালাস “মৎস্য খাতে নতুন উদ্যম—মৌলভীবাজার-হবিগঞ্জ কর্মকর্তাদের ব্যতিক্রমী গ্র্যান্ড সেলিব্রেশন” একই দিনে খুলনায় চারজনকে হত্যা শহর জুড়ে আতঙ্ক খুলনা-বরিশাল অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট , বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট, ধানের শীষের প্রচারণায় মনোনয়নপ্রত্যাশী জুলফিকার আলী উপকূলীয় অঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জরুরি অভিযোজন উদ্যোগের আহ্বান শ্যামনগরে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শ্যামনগরে বিষ দিয়ে সুন্দরবনে মাছ শিকারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৯

লবণ পানি উত্তোলন ও অবৈধ ভেড়ীবাঁধ বন্ধের জন্য কৃষকদের অভিযোগ

খুলনা ভীষণ ডেক্স। কাজী আতিক / ৬৩ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নিউজ ডেক্স
:
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নে অবস্থিত
নাইনখালী নদীর বাঁধ খুলে দেওয়া এবং লবন পানি নিষ্কাশনের জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়,নাইনখালী নদীতে বাঁধদিয়ে স্থানীয় একটি প্রভাবশালী ব্যক্তির ও মহল তাদের নিজেরদের স্বার্থ হাসিল করার জন্য জোরপূর্বক অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে। বাঁধ নির্মাণ করে তারা লবণ পানি ঢুকিয়ে মাছ চাষ করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এলাকার সিরাজুল ইসলাম ভল্টা নাইনখালী নদীতে বাঁধদিয়ে লবন পানি খালে ঢুকিয়ে মাছ চাষ করছেন বলে অভিযোগ ভুক্তভোগী তরমুজ চাষীদের।
কৃষকদের অভিযোগ,আমাদের ফসল উৎপাদনের জন্য পানি অপরিহার্য কিন্তু একটিমাত্র নন্দী বাইনখালী, যেখান থেকে আমরা আামাদের ফসলের ক্ষেতে সেচ প্রদান করে থাকি। কিন্তু বর্তমানে কিছু অসাণু যাক্তির কারণে আমাদের ক্ষেত খামারে প্রয়োজনীয় সেচের অভাবে ফসলের বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে। কৃষক মোঃ সাব্বির হোসেন,আরিফুল হাওলাদার, শফিক, হাসিব শেখ, ইউসুফ, বাবলু, মোঃ জাহাঙ্গির, পঞ্চানন মন্ডল, মোঃ আল-আমিন বিশ্বাস সহ আরো অনেকে বলেন, আমাদের এলাকায় লবন পানি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিভাবে প্রভাবশালীরা লবমপানি উত্তোলন করেন? লবন পানি উত্তোলন করে মাছ চাষ করার ফলে সাধারণ কৃষকের দুঃখ দূর্দশার সীমা নেই। গত ২৬ মার্চ ২০২৫ তারিখ এলাকার সাধারণ কৃষকরা লিখিত অভিযোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। অভিযোগকারীরা দ্রুত জরুরী ভিত্তিতে নাইনখালি খালের উপর অবৈধ বাধ উচ্ছেদ ও খাল থেকে লবন পানি উত্তোলন বন্ধের জোর দাবি জানান।

সিরাজুল ইসলাম ভল্টা বলেন, আমি সরকারের নিকট থেকে নাইনখালী নদী (খাল) লীজ নিয়ে লবনপানি উত্তোলন করে মাছ চাষ করছি।

বটিয়াঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক বলেন, লবন পানি উত্তোলন সম্পূর্ণ অবৈধ। ইতোমধ্যে লবণ পানি উত্তোলনকারীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ ও অবৈধ বেড়ীবাধ উচ্ছেদের আইনি প্রক্রিয়া চলছে। ##


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা