ধ্রুব কলাবরেশন ল্যাব প্রজেক্ট পাট ৩ এর টিওটি প্রশিক্ষণ কর্মশালা ২ দিন ব্যাপী প্রোগ্রাম ২৮ ও ২৯ এ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অরণ্য ইকো গার্ডেন লবণচরা এলাকায় অনুষ্ঠিত হয়।
ধ্রুব এলায়েন্স (ধ্রুব ,সিডাব্লিউএফ, সি এম কে এস,ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে, ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল 19 এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে চারটি সংস্থার চারজন নির্বাহী পরিচালক ও সম্পাদক সহ ২০ জন স্টাফ টিওটি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন । এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক এর পরিচালনায় এবং অ্যালায়েন্স এডভোকেসি এন্ড লবিং কোয়াডিনেটর আরিফুর রহমান এর সঞ্চালনায় টিওটি প্রোগ্রামে প্রকল্পের ৯ মাসে কি কি কার্যক্রম পরিচালনা করা হবে তা নিয়ে ডিজিটাল মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন স্লাইড প্রদর্শন করা হয়। যে স্লাইড এর মাধ্যমে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য এবং সুবিধাভোগী নারী ও যুব মহিলাদের সেফটি এন্ড সিকিউরিটির বিষয়ে আলোচনা ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।