• শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

বটিয়াঘাটা এলজিইডি অফিসে দুদকের অভিযান

খুলনাভিশন ডেক্স। কাজী আতিক / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

কাজী আতিক
খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা কার্যালয় ও ফিল্ডে সরেজমিন পরিদর্শন করে দুদক খুলনা কার্যালয়ের একটি টিম।

দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বলেন, গত তিন অর্থ বছরে বটিয়াঘাটায় এলজিইডির যেসব বাস্তবায়িত কাজ রয়েছে, সেগুলো না করে ঠিকাদাররা অগ্রিম অর্থ উত্তোলন করেছে— আমাদের কাছে এমন অভিযোগ এসেছে। মূলত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্স টিম এসেছি। এখানে আমরা উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, কিছু ডকুমেন্টস সংগ্রহ করেছি। সেখান থেকে গত দুই বছরের যে ইউডিএফসহ এডিপি খাতে যে বরাদ্দ এসব ডকুমেন্টস যাচাই-বাছাইয়ের জন্য নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা সরেজমিনে দেখব, কাজ কতটুকু বাস্তাবায়ন হয়েছে। সরাসরি কোনো অভিযোগ খতিয়ে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে লিখব। কমিশন পরবর্তীতে যে নির্দেশনা দেবে তা বাস্তবায়ন করা হবে।

পরে দুদকের ওই টিমের সদস্যরা সরেজমিনে পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা